বুধবার (৪ ডিসেম্বর) বিকেলে গোপালগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবিরের আদালতে ওই হত্যাকারী হত্যার কথা স্বীকার করে।
গোপালগঞ্জ সদর থানার উপ পরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা সাখাওয়াত হোসেন মৃধা জানান, হত্যাকারী আদালতে স্বীকারোক্তিতে জানিয়েছে- গত ২৮ নভেম্বর সন্ধ্যার পর জয়কে পড়ালেখা নিয়ে ঘাড়ে আঘাত করলে সে জ্ঞান হারিয়ে ফেলে।
এর আগে ৩০ নভেম্বর (শনিবার) গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুর গ্রামের বাড়ির পাশের একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় নিহত জয় বিশ্বাসের মরদেহ উদ্ধার করে পুলিশ। এর দুই দিন আগে সে নিখোঁজ হয়। সে একই গ্রামের ধর্মেন্দ্র বিশ্বাসের ছেলে।
বাংলাদেশ সময়: ২০০৯ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৯
এসএইচ