বুধবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর সদরঘাট এলকা থেকে ডিবি পশ্চিম বিভাগের একটি টিম তাদের গ্রেফতার করে।
ডিবি জানায়, মিরপুর-২ নম্বর সেকশনের ওই ভাড়া বাড়িতে অনৈতিক কর্মকাণ্ড চলতো।
ডিবির সিনিয়র সহকারী কমিশনার (এসি) শাহাদাত হোসেন সুমন জানান, সন্ধ্যায় লঞ্চে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে সদরঘাট এলাকা থেকে রমজান ও ইউসুফ নামে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। টাকা সংক্রান্ত বিবাদের জেরে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। গ্রেফতারদের আরও জিজ্ঞাসাবাদ শেষে হত্যাকাণ্ডের সার্বিককারণ নিশ্চিত হওয়া যাবে।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় মিরপুর-২ এর ‘এ’ ব্লকের ২ নম্বর রোডের একটি বাসার চারতলা থেকে বৃদ্ধা রহিমা বেগম (৭০) ও গৃহকর্মী সুমির (১৭) মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় বুধবার সকালে নিহত বৃদ্ধা রহিমা বেগমের মেয়ে রাশিদা বেগম বাদী হয়ে মিরপুর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
বাংলাদেশ সময়: ২১১৩ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৯
পিএম/এএটি