ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

জাপানের ‘রাইজিং সান’ সম্মাননা পেলেন মাহমুদুল হক

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২৩ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৯
জাপানের ‘রাইজিং সান’ সম্মাননা পেলেন মাহমুদুল হক

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাহমুদুল হক জাপানের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘অর্ডার অব দ্য রাইজিং সান’-এ ভূষিত হয়েছেন। 

বুধবার (০৪ ডিসেম্বর) সন্ধ্যায় তার হাতে আনুষ্ঠানিকভাবে এই সম্মাননা তুলে দেওয়া হয়।  

ঢাকার জাপান দূতাবাস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জাপান দূতাবাস জানায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষক অধ্যাপক মাহমুদুল হক জাপানের ‘অর্ডার অব দ্য রাইজিং সান’-এ ভূষিত হয়েছেন। সন্ধ্যায় জাপান দূতাবাসে আয়োজিত এক অনুষ্ঠানে তার হাতে এই সম্মাননা তুলে দেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত নাওকি ইতো। এ সময় সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জাপানের রাষ্ট্রদূত নাওকি ইতো বলেন, অধ্যাপক মাহমুদুল হক ঢাকা বিশ্ববিদ্যালয়ে কয়েক দশক ধরে শিক্ষাদান করছেন। তিনি ১৯৮৪ সালে জাপানের শুকুবা বিশ্ববিদ্যালয় থেকে ফাইন আর্টস বিভাগে মাস্টার্স পাস করেছেন। তিনি এই সম্মাননা পাওয়ায় আমরা আনন্দিত।

বাংলাদেশ সময়: ২৩২১ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৯
টিআর/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।