ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মোটরট্রলি-মোটরসাইকেলের সংঘর্ষে আহত পাকশির ডিসিও

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৩ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৯
মোটরট্রলি-মোটরসাইকেলের সংঘর্ষে আহত পাকশির ডিসিও

ঈশ্বরদী (পাবনা): রেলওয়ে সেবা সপ্তাহের দ্বিতীয় দিনে সেবা সপ্তাহের বার্তা পৌঁছাতে গিয়ে রাজবাড়ীর বেগগাছিতে অরক্ষিত লেবেল ক্রসিং গেটে মোটরট্রলি- মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন পাকশি বিভাগীয় রেলওয়ে দপ্তরের বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) আনোয়ার হোসেন।

বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর) বিকেলে ঈশ্বরদী- ফরিদপুর রেলরুটের রাজবাড়ী রেলস্টেশনের কাছে বেলগাছি-সূর্যনগরের মাঝে এ দুর্ঘটনা ঘটে।

পাকশি বিভাগীয় রেলওয়ের পরিবহন কর্মকর্তা (ডিটিও) আবদুল্লাহ আল মামুন জানান, রেলওয়ে সেবা সপ্তাহে বিভিন্ন স্টেশনের ট্রেন যাত্রীদের সুবিধা-অসুবিধা জানতে মোটরট্রলিতে বিভিন্ন স্টেশনে পরিদর্শনে বের হয়েছিলেন পাকশি বিভাগীয় রেলওয়ে দপ্তরের কর্মকর্তারা।

রেলওয়ে সপ্তাহের দ্বিতীয় দিনে ঈশ্বরদী-রাজবাড়ী-ফরিদপুর সেকশনের রুটে মধুমতি এক্সপ্রেস বন্ধ থাকায় এ রুটে মোটর ট্রলি নিয়ে ফিরছিলেন তারা। এসময় রাজবাড়ীর বেগগাছি লেবেল ক্রসিং গেটে এক মোটরসাইকেলের সঙ্গে ট্রলির মুখোমুখি সংঘর্ষে পাকশি বিভাগীয় রেলওয়ের বাণিজ্যিক কর্মকর্তা আনোয়ার হোসেন আহত হন।  

তিনি জানান, আহত কর্মকর্তাকে প্রথমে রাজবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়া হয়।  

বাংলাদেশ সময়: ০২৩২ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৯
এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।