শুক্রবার (৬ ডিসেম্বর) দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আকুলিচালা এলাকায় অবস্থিত এসেনসিয়াল ক্লথিং লিমিটেড কারখানা কর্তৃপক্ষ।
সকাল ৯টায় এ অনুষ্ঠানের উদ্বোধন করেন কারখানা পরিচালক মতিউর রহমান রবিন।
অনুষ্ঠানে কারখানা শ্রমিক খুকি আক্তার তার জেনেভায় যাওয়ার গল্প শোনান। কারখানার শ্রমিকদের সন্তানেরা নাচ, গান, কবিতা ও কৌতুক পরিবেশন করেন। এদের মধ্যে গান পরিবেশন করে ফাহাদসহ আরও অনেক শিশু, নাচ পরিবেশন করে শিশু ফারিয়া আক্তার ও নাজনীন আক্তার, নাথ পরিবেশন করে আল সাদিত রহমান।
ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম খান তার বক্তব্যে বলেন, কারো ভাগ্য পরিবর্তনের জন্য অন্য কেউ সহযোগিতা করতে পারে না। পরিশ্রমের মাধ্যমে নিজের ভাগ্য নিজেকেই পরিবর্তন করতে হবে। একটি ভালো কারখানা তৈরি করা আমার নিজের একার পক্ষে সম্ভব না। এজন্য শ্রমিক ভাই-বোনদের সহযোগিতা প্রয়োজন। এসময় তিনি শ্রমিকদের মেধাবী সন্তানদের তিন হাজার থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত পুরস্কার দেওয়ার ঘোষণা দেন।
কারখানা চত্বরে সকাল থেকে দিনব্যাপী সাংস্কৃতিক ও শিক্ষামূলক আয়োজনে ব্যস্ত সময় পার করে ওই কারখানার শ্রমিকদের শিশু-কিশোর সন্তানেরা। অনুষ্ঠানে বিভিন্ন বিষয়ে অংশ নেওয়া শিশু-কিশোরদের মধ্যে পুরস্কার দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১২৫৯ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৯।
আরএস/এফএম