ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

খাগড়াছড়িতে রোকেয়া দিবস পালন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৫ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৯
খাগড়াছড়িতে রোকেয়া দিবস পালন

খাগড়াছড়ি: র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে খাগড়াছড়িতে পালিত হয়েছে বেগম রোকেয়া দিবস।

সোমবার (০৯ ডিসেম্বর) সকালে দিনটি উপলক্ষে খাগড়াছড়ি পৌর টাউন হল প্রাঙ্গন থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার টাউন হলে গিয়ে শেষ হয়।

পরে জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থার যৌথ আয়োজনে টাউন হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

খাগড়াছড়ির মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মো. মহিউদ্দিন আহমেদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শানে আলম, খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রীলা তালুকদার, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ক্রইসাঞো চৌধুরী, খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতি প্রতিনিধি শেফালিকা ত্রিপুরা, তৃণমূল প্রতিনিধি মিনুচিং মারমা, জাবারাং প্রতিনিধি বিনোদন ত্রিপুরা প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, ০৯ ডিসেম্বর, ২০১৯
এডি/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।