সোমবার (৯ ডিসেম্বর) বিকেলে গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৌধুরী মুস্তাফিজুর রহমান নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
মুস্তাফিজুর রহমান বলেন, পরিবেশ দূষণের দায়ে বিকেলে শ্রীপুর উপজেলার লতিফপুর এলাকায় অভিযান চালানো হয়।
এছাড়া ইটভাটাগুলোর আগুন ফায়ার সার্ভিসের পানি দিয়ে নিভিয়ে দেওয়া হয়। পরে ভেকু মেশিন দিয়ে পাঁচটি ইটভাকটাকে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
অভিযানকালে উপস্থিতি ছিলেন- গাজীপুরের পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আব্দুস সালাম সরকার, পরিদর্শক শেখ মোজাহীদ ও আব্দুল রাজ্জাক, গাজীপুর র্যাব-১, আনসার ব্যাটালিয়ন সদস্য ও গাজীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা।
গাজীপুরের পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আব্দুস সালাম সরকার জানান, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় পরিবেশ দূষণের দায়ে শ্রীপুরে পাঁচটি ইটভাটা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়া ৮ লাখ টাকা জরিমানা করা হয়। এর আগে শ্রীপুরে তিনটি ও গাজীপুর সিটি করপোরেশন এলাকায় আটটি ইটভাটা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে অভিযান চালিয়ে সব অবৈধ ইটভাটা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হবে।
বাংলাদেশ সময়: ২১৪৬ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৯
আরএস/আরবি