ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ভাদ্র ১৪৩২, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩০, ডিসেম্বর ১০, ২০১৯
আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

নওগাঁ: নওগাঁর আত্রাই উপজেলায় ট্রেনে কাটা পড়ে ফেরদৌস আলম (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ফেরদৌস উপজেলার মহাদিঘী স্কুলপাড়া গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেম উদ্দিন বাংলানিউজকে জানান, সকালে রাজশাহী থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেন আত্রাই স্টেশন অতিক্রম করছিল। এসময় মহাদিঘী নামকস্থানে ট্রেনের নিচে কাটা পরে ফেরদৌসের মৃত্যু হয়। পরে তার মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

বাংলাদেশ সময়: ১০২৮ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।