ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নোয়াখালীতে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে প্রাণ গেলো দু’জনের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১৭ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৯
নোয়াখালীতে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে প্রাণ গেলো দু’জনের ফাইল ফটো

নোয়াখালী: নোয়াখালীর সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নে সিএনজি অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রী নিহত ও তিনজন আহত হয়েছেন।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে কবিরহাট-সোনাপুর সড়কের অশ্বদিয়া স্টিলের ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

নিহতদের মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতালে রয়েছে।

স্থানীয়রা জানান, রাতে সোনাপুরের উদ্দেশে যাত্রীবাহী সিএনজি অটোরিকশাটি কবিরহাট থেকে ছেড়ে আসে। পথে অশ্বদিয়া স্টিলের ব্রিজ পার হলে বিপরীত দিক থেকে আসা মালবাহী একটি ট্রাকের (ঢাকা মেট্রো-ট ১৬৯০৩০) সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত ও তিনজন আহত হন।

নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) সৈয়দ মহিউদ্দিন আব্দুল আজিম বাংলানিউজকে জানান, হাসপাতালে তিনজনকে আনা হয়েছে। এদের মধ্যে দু’জন মৃত, আরেকজনের অবস্থাও আশঙ্কাজনক।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০০১৭ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৯
একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।