ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

১০ দফা দাবিতে অটোরিকশাচালকদের মানববন্ধন-স্মারকলিপি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৩ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৯
১০ দফা দাবিতে অটোরিকশাচালকদের মানববন্ধন-স্মারকলিপি ১০ দফা দাবি বাস্তবায়নে মানববন্ধন করেছেন অটোরিকশাচালকরা।

ঢাকা: ১০ দফা দাবি বাস্তবায়নে মানববন্ধন করেছেন অটোরিকশাচালকরা। মানববন্ধন শেষে মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকলিপি দেন ঢাকা অটোরিকশা শ্রমিক ইউনিয়ন।

বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

অটোরিকশাচালকদের ১০ দফা দাবির মধ্যে রয়েছে: থ্রি-হুইলার চালকদের বৈধ ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্য সড়ক পরিবহন আইন-২০১৮ এর জেল-জরিমানা এক বছরের জন্য শিথিল করা, চালকদের জরিমানা ও শাস্তি কমানো, অনুমোদনবিহীন রাইড শেয়ারিং কোম্পানির অবৈধ কার্যক্রম বন্ধ করা, রাইড শেয়ারিং কোম্পানির যানবাহনের সিলিং নির্ধারণ করা, সব জাতীয় মহাসড়কের পাশে স্থানীয় জনগণের যাতায়াতের সুবিধার্থে সার্ভিস লেন চালু করা, নো-পার্কিং মামলা না করা, পেশাদার ড্রাইভিং লাইসেন্স নবায়নের ক্ষেত্রে রিটেস্ট প্রথা বাতিল করে শ্রমিক হয়রানি ও উৎকোচ নেওয়া বন্ধ করা।

সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ খোকন ১০ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আগামী ২০ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত সমগ্র দেশের সিএনজি-অটোরিকশা মালিক-শ্রমিকদের সঙ্গে মতবিনিময়, আগামী ১৫ জানুয়ারি জাতীয় প্রেসক্লাবে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে গোলটেবিল বৈঠক এবং ২২ জানুয়ারি জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতীকী অনশন কর্মসূচি ঘোষণা করেন।

ঢাকা অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি সরদার মো. সোবাহানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো. ইনসুর আলী, বাংলাদেশ অটোরিকশা শ্রমিক লীগ ও ঢাকা অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ খোকন, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগের যুগ্ম-সম্পাদক আর. এ. জামান, মো. রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক মো. চান মিয়া প্রমুখ।

মানববন্ধন শেষে সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ খোকনের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর স্মারকলিপি দেন।

বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৯
আরকেআর/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।