ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

খুলনার ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় সেনাসদস্য নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৯ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৯
খুলনার ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় সেনাসদস্য নিহত

ঢাকা: খুলনার ডুমুরিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় এক সেনাসদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দশজন। গুরুতর আহতদের হেলিকপ্টারযোগে ঢাকার সি এম এইচ এ স্থানান্তর করা হচ্ছে।

সোমবার (২৩ ডিসেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এসব তথ্য জানায়।

বিকেল সাড়ে ৩টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের বালিয়াখালি ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গাড়িটি উদ্ধারের জন্য পুলিশ ও ফায়ার সার্ভিস কাজ করছে।

আরও পড়ুন>> খুলনায় সেনাবাহিনীর গাড়ি ডোবায় পড়ে ১০ সদস্য আহত

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বিপ্লব বাংলানিউজকে বলেন, সেনাবাহিনীর গাড়িটি শীতকালীন মহড়া দিতে বরিশাল থেকে খুলনা হয়ে চুকনগরের দিকে যাচ্ছিল। পথে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে বালিয়াখালী ব্রিজ সংলগ্ন এলাকায় ডোবায় পড়ে ১০ সেনা সদস্য আহত হয়েছেন।  

বাংলাদেশ সময়: ১৮৫৬ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৯
এমইউএম/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।