ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আলমডাঙ্গায় জিকে খাল রক্ষায় উচ্ছেদ অভিযান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৯ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৯
আলমডাঙ্গায় জিকে খাল রক্ষায় উচ্ছেদ অভিযান

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় জিকে (গঙ্গা-কপোতাক্ষ) সেচ প্রকল্পের খালের দুই পাড়ের অবৈধ দখলকারীদের উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। 

সোমবার (২৩ ডিসেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলা শহরের সাদা ব্রিজ এলাকায় চুয়াডাঙ্গা পানি উন্নয়ন বোর্ড (পাউবো), জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ উচ্ছেদ কার্যক্রম চালানো হয়।

চুয়াডাঙ্গা পাউবোর নির্বাহী প্রকৌশলী জাহেদুল ইসলাম বাংলানিউজকে জানান, আলমডাঙ্গার জিকে খালের দুই পাড়ের ২৮৪ জন অবৈধ দখলকারীদের উচ্ছেদ শুরু হয়েছে।

পর্যায়ক্রমে জেলার সব নদ-নদী, খাল-বিলে অবৈধ দখল উচ্ছেদ করা হবে।

জেলা প্রশাসনের এনডিসি সিব্বির আহমেদ বাংলানিউজকে জানান, সব অবৈধ দখলদারদের উচ্ছেদ না হওয়া পর্যন্ত পর্যায়ক্রমে অভিযান চলমান থাকবে। মঙ্গলবারও (২৪ ডিসেম্বর) অভিযান অব্যহত থাকবে।

বাংলাদেশ সময়: ২১২৮ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।