ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় পাঁচ মাসের শিশুর রহস্যজনক মৃত্যু

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৪ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৯
আশুলিয়ায় পাঁচ মাসের শিশুর রহস্যজনক মৃত্যু আশুলিয়ায় পাঁচ মাসের শিশুর রহস্যজনক মৃত্যু

আশুলিয়া: সাভারের আশুলিয়ায় মারিয়া নামের পাঁচ মাস বয়সী এক শিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় নুর জাহান (৩৪) নামের এক নারীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

সোমবার (২৩ ডিসেম্বর) রাতে আশুলিয়ার বুড়িবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহম শিশু মারিয়া রাজশাহী জেলার বাঘমাড়া থানার নামকান গ্রামের ফারুকের মেয়ে।

ফারুক ও তার স্ত্রী পোশাক শ্রমিক। তারা বুড়িবাজার কুদ্দুসের বাড়িতে মেয়েকে নিয়ে ভাড়া থাকতেন।

পুলিশ জানায়, মারিয়ার বাবা ও মা পোশাক কারখানায় কাজ করেন। তাই প্রতিদিন মারিয়াকে পাশের বাড়ির নুর জাহানের কাছে রেখে যান তারা। প্রতিদিনের মতো সোমবারও বাচ্চা তারা রেখে গিয়েছিল। কিন্তু সন্ধ্যায় এসে মেয়েকে মৃত অবস্থায় পান তারা। পরে পুলিশকে খবর দেওয়া হলে আশুলিয়ার পলাশবাড়ীর হাবিব ক্লিনিকে গিয়ে নিহত শিশুর মরদেহ উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেই সাথে সেই নারীকে আটক করা হয়েছে।

এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সাজ্জাদ বাংলানিউজকে বলেন, আমরা হাসপাতালে গিয়ে দেখি মারিয়ার মুখে মারধরের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে মেরে ফেলা হয়েছে। তবে ময়নাতদন্তের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

বাংলাদেশ সময়: ০১১৩ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৯
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।