ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ট্রেনের ধাক্কায় ট্রলির দুই শ্রমিকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫২ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৯
ট্রেনের ধাক্কায় ট্রলির দুই শ্রমিকের মৃত্যু

কুষ্টিয়া: কুষ্টিয়া-পোড়াদহ রেলওয়ে জংশনের অদূরে কাটদহচর নামক স্থানে ট্রেনের ধাক্কায় মাটি ভর্তি ট্রলির দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রেনের ফ্রন্ট প্লেটের সঙ্গে ট্রলি আটকে যাওয়ায় সেখানেই ট্রেনটি থেমে আছে বলে রেলওয়ে সূত্রে জানিয়েছে।

নিহতরা হলেন-মিরপুর উপজেলার কুর্শা ইউনিয়নের বেশিনগর গ্রামের এসকেন আলীর ছেলে ট্রলি চালক মহিবুল (৩৮) ও হেলপার আজগর আলীর ছেলে কাউসার (৩৫)।  

পোড়াদহ রেল স্টেশনের মাস্টার শরিফুল ইসলাম জানান, মঙ্গলবার সকাল ১০টার দিকে স্থানীয় একটি ইটভাটার মাটি ভর্তি ট্রলি রেললাইন পার হচ্ছিল। এসময় খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী আন্তঃনগর কপোতাক্ষ এক্সপ্রেস আপ ট্রেনটি ওই এলাকা অতিক্রম করার সময় ট্রলিটিকে ধাক্কা দেয়। এতে ট্রলিটি ট্রেনের সামনেই আটকে যায়। কিছুদূর যাওয়ার পর ট্রেনটি থেমে যায়। এসময় ঘটনাস্থলেই ট্রলির দুই শ্রমিকের মৃত্যু হয়।
  
দুপুর পৌনে ১টায় এ প্রতিবেদন লেখার সময় প্রায় দেড় ঘণ্টা আপ লাইনে ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে বলে জানান স্টেশন মাস্টার।  

স্থানীয় প্রত্যক্ষদর্শী মিরপুর উপজেলার কাটদহচর গ্রামের আজিবর জানান, ঘটনাস্থলের কাছাকাছি রেল লাইনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম, এসময় দেখি সামনে থেকে একটা ট্রেন আসছে পোড়াদহ স্টেশনের দিকে, এসময় চিৎকার করে বলতে বলতেই মাটি ভর্তি ট্রলিটা লাইনের উপর উঠে পড়ে। চোখের পলকে ট্রলিটা ট্রেনের ইঞ্জিনের সামনে আটকে যায়। ট্রলিতে থাকা দুই শ্রমিক ছিটকে পড়ে রেল লাইনের মাঝে। সেখানেই তাদের মৃত্যু হয়।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, ট্রেনের ধাক্কায় দুই জন মারা গেছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। যতটুকু শুনেছি অবৈধভাবে ক্রসিং করার সময় এ ঘটনা ঘটেছে। ট্রলিটি স্থানীয় কারো হলেও এখন কেউ স্বীকার করছে না।

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।