ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রোহিঙ্গা ক্যাম্প থেকে ২১ হাজার ইয়াবাসহ আটক ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৮ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২০
রোহিঙ্গা ক্যাম্প থেকে ২১ হাজার ইয়াবাসহ আটক ৩

কক্সবাজার: কক্সবাজারের উখিয়ার জামতলী রোহিঙ্গা ক্যাম্প থেকে ২১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছেন আর্মড পুলিশ ব্যাটালিয়ানের (এপিবিএন) সদস্যরা। এ সময় তিনজনকে আটক করা হয়।

রোববার (২৭ ডিসেম্বর) দিবাগত রাতে বিষয়টি নিশ্চিত করেন এপিবিএন-১৬ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহেল রানা।

আটকরা হলেন— পালংখালী মুছারখোলা এলাকার নূর মোহাম্মদের স্ত্রী জান্নাতুল আক্তার, একই এলাকার ইসলাম হোসেন ও ট্রাক ড্রাইভার মো. সরোয়ার (২১)।

অতিরিক্ত পুলিশ সুপার সোহেল রানা বাংলানিউজকে জানান, রোববার বিকেলের দিকে উখিয়ার জামতলী ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্প থেকে একটি নম্বরবিহীন ট্রাক নিয়ে ইয়াবাসহ পাচারকারীরা কক্সবাজারের উদ্দেশে রওয়ানা দেয়। গোপন সূত্রে এমন খবর পেয়ে জামতলী পুলিশ ক্যাম্পের সামনে ট্রাকটির গতিরোধ করা হয়। পরে ওই ট্রাকের পেছনে অভিনব কায়দায় রাখা ২১ হাজার পিস ইয়াবাসহ তিনজনকে আটক করেন এপিবিএন সদস্যরা।

তিনি জানান, এ সময় পাচারকাজে ব্যবহৃত নম্বরবিহীন মিনি ট্রাকটিও জব্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০১৪৬ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২০
এসবি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।