ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আবাসিক হোটেল থেকে মাস্ক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৬ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২০
আবাসিক হোটেল থেকে মাস্ক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

বরিশাল: বরিশালের আবাসিক হোটেল থেকে জালাল উদ্দিন (৫০) নামে এক মাস্ক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৮ ডিসেম্বর) দুপুরে বরিশাল নগরের গীর্জা মহল্লা রোডের ‘আরজু আবাসিক হোটেল’ থেকে তার উদ্ধার করা হয়।

জালাল উদ্দিন গৌরনদী উপজেলার মৃত মিলন সরদারের ছেলে। তিনি এ বোর্ডিংয়ে থেকে নগরীর বিভিন্ন এলাকায় মাস্ক বিক্রি করতেন।

আবাসিক হোটেলের স্টাফ মোহাম্মদ ফয়সাল জানান, ১৬ ডিসেম্বর জালাল উদ্দিন এ হোটেলে ওঠেন। সকালে তৃতীয় তলার রুম পরিষ্কার করতে গিয়ে পাশের রুমে ১৮ এর জানালা দিয়ে ভেতরে তাকালে মরদেহ দেখতে পাই। এরপর ৯৯৯ এ ফোন দিলে পুলিশ এসে দরজা খুলে মরদেহ উদ্ধার করে।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসআই) মীর আশরাফুল আলম বলেন, মৃতর শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবুও মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই- বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২০
এমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।