ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

জনপ্রশাসন পদকের কার্যক্রম শুরু

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০০ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২১
জনপ্রশাসন পদকের কার্যক্রম শুরু

ঢাকা: সৃজনশীল কাজের স্বীকৃতি দিতে জনপ্রশাসন পদক-২০২১ দেওয়ার জন্য মনোনয়ন আহ্বান করেছে সরকার। জনপ্রশাসনে কর্মরত কর্মচারীদের সৃজনশীল কার্যক্রমে উৎসাহিত করার লক্ষ্যে সাধারণ ও কারিগরি ক্ষেত্রে জাতীয়-জেলা পর্যায়ে শ্রেষ্ঠ ব্যক্তি, দল ও প্রতিষ্ঠানকে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ পদক দেওয়া হবে।

 সোমবার (৪ জানুয়ারি) এ মনোনয়ন জমা দেওয়ার আহ্বান করে জনপ্রশাসন মন্ত্রণালয়।  

এ সংক্রান্ত নির্দেশনায় বলা হয়ছে, আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত জেলা কমিটি বা অধিদফতর পর্যায়ের কমিটিতে মনোনয়ন পাঠানো যাবে। আর জেলা বা অধিদফতর পর্যায়ে মনোনয়ন চূড়ান্ত করার সময়সীমা নির্ধারণ করা হয়েছে আগামী ৭ মার্চ। এছাড়া আগামী ১৫ মার্চ পর্যন্ত জেলা বা অধিদফতর থেকে মন্ত্রণালয়ে মনোনয়ন পাঠানো যাবে।  

মন্ত্রণালয় ও বিভাগ পর্যায়ে মনোনয়ন চূড়ান্ত করার সময়সীমা নির্ধারণ করা হয়েছে আগামী ৩১ মার্চ। আর আগামী ৭ এপ্রিলের মধ্যে জাতীয় কমিটির কাছে উপস্থাপনের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে মনোনয়ন পাঠাতে হবে। ২০২০ সালের (জানুয়ারি থেকে ডিসেম্বর) কর্মকাণ্ড বিবেচনা করে জনপ্রশাসন পদক-২০২১ দেওয়া হবে।

নির্দেশনায় বলা হয়, জনপ্রশাসন পদক নীতিমালা ২০১৫ (২০১৬ সালে সংশোধিত) অনুসারে মনোনয়ন পাঠাতে হবে। এ নীতিমালার ৯ নম্বর অনুচ্ছেদের মনোনয়ন পাঠানো ও বাছাই প্রক্রিয়া সম্পর্কিত বিধান যথাযথভাবে অনুসরণ করতে হবে।

জেলা ও অধিদফতর পর্যায়ের কমিটি আগামী ১৫ মার্চের মধ্যে অবশ্যই মন্ত্রণালয় পর্যায়ের কমিটিতে মনোনয়ন পাঠাবেন। এ কমিটি থেকে মনোনয়ন জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানোর মতো যোগ্য হলে সেক্ষেত্রেও আগামী ১৫ মার্চের মধ্যেই পাঠাতে হবে। মন্ত্রণালয় পর্যায়ের কমিটি আগামী ৭ এপ্রিলের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ে মনোনয়ন পাঠাবে।

জেলা ও অধিদফতর পর্যায়ের কমিটি সাধারণ ক্ষেত্রে ব্যক্তিগত, দলগত ও প্রাতিষ্ঠানিক শ্রেণিতে তিনটি এবং কারিগরি ক্ষেত্রে ব্যক্তিগত, দলগত ও প্রাতিষ্ঠানিক শ্রেণিতে তিনটি মিলিয়ে সর্বমোট ছয়টি শ্রেণিতে মনোনয়ন মন্ত্রণালয় পর্যায়ের কমিটিতে পাঠাবে। একইভাবে মন্ত্রণালয় পর্যায়ের কমিটি সর্বোচ্চ ছয়টি মনোনয়ন জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠাবে। প্রতিটি ক্ষেত্র ও শ্রেণিতে একের অধিক মনোনয়ন বাতিল বলে গণ্য হবে।

মনোনয়ন ছক যথাযথভাবে পূরণ করতে হবে এবং মনোনয়ন ছকে প্রকল্প বা অবদানের বস্তুনিষ্ঠ বর্ণনা থাকতে হবে। বাহুল্য কথা পরিহার করতে হবে। পূরণ করা মনোনয়ন ছক ও সভার কার্যবিবরণী হার্ডকপির পাশাপাশি সফটকপি ওয়ার্ড ও পিডিএফ ফাইলে ই-মেইলে পাঠাতে হবে বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বাংলাদেশ সময়: ১৮৫৯ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০২১
এমআইএইচ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।