ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩২, ১৯ এপ্রিল ২০২৫, ২০ শাওয়াল ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে কাফনের কাপড় মাথায় বেঁধে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৩ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২৫
রাজশাহীতে কাফনের কাপড় মাথায় বেঁধে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ

রাজশাহী: ছয় দফা দাবিতে কাফনের কাপড় মাথায় বেঁধে বিক্ষোভ ও গণমিছিল করেছে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

শুক্রবার (১৮ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে পলিটেকনিক শিক্ষার্থীরা ক্যাম্পাসে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন।

এ সময় কাফনের কাপড় মাথায় বেঁধে তারা বিভিন্ন স্লোগান দেন। পরে বেলা সোয়া ৩টার দিকে পলিটেকনিক ক্যাম্পাস থেকে গণমিছিল বের হয়। মিছিলটি ক্যাম্পাস থেকে শুরু হয়ে মহানগরীর বিভিন্ন সড়ক প্রদিক্ষণ করে।

পরে পলিটেকনিকের বিবক্ষু শিক্ষার্থীরা মহানগরীর বাটার মোড়ে গিয়ে সমাবেশ করেন। সমাবেশ শেষে পরে আবারও গণমিছিল বের করা হয়। গণমিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে পুনরায় ক্যাম্পাসে গিয়ে শেষ হয়।

শিক্ষার্থীরা জানান, তাদের সঙ্গে আলোচনার নামে একরকম প্রতারণা করা হয়েছে। একজন অতিরিক্ত সচিব বৈঠকের নামে অযৌক্তিক আলোচনায় সময় নষ্ট করেছেন। কিন্তু তারা চেয়েছিলেন দ্রুত সময়ের মধ্যে সব সমস্যার সমাধান হোক। আর এটি না হলে তারা আরও কঠোর আন্দোলন কর্মসূচি দেবেন।

কর্মসূচি চলাকালে কারিগরি ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জেলা সাধারণ সম্পাদক সাব্বির আহমেদসহ আরও অনেকে বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২৫
এসএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।