ঢাকা: পরিমাপে কারচুপির অপরাধে ‘‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮’’ অনুযায়ী দু’টি পেট্রোল পাম্পের বিরুদ্ধে মামলা দায়ের ও ৭৫ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিটিউশন (বিএসটিআই)।
ঢাকা মহানগরীর মহাখালীর ও তেজগাঁও এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করা হয়।
সোমবার (৪ জানুয়ারি) বিএসটিআই থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ঢাকা মহানগরীর মহাখালীর বীর উত্তম এ কে খন্দকার রোড এলাকায় বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে দেখা যায় মেসার্স গুলশান সার্ভিস স্টেশন জ্বালানি তেল পরিমাপে একটি অকটেন ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে ৯০ মিলি লিটার কম দিয়েছে।
এছাড়াও তেজগাঁও এলাকার মেসার্স ট্রাস্ট ফিলিং স্টেশন জ্বালানি তেল পরিমাপে তিনটি অকটেন ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে যথাক্রমে ৫০, ৬০ ও ৫০ মিলি লিটার এবং একটি ডিজেল ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে ৫০ মিলি লিটার করে কম দেওয়ায় ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠান দু’টিকে পৃথকভাবে ৫০ হাজার ও ২৫ হাজার টাকা করে সর্বমোট ৭৫ হাজার টাকা জরিমানা করেন এবং ক্রটিপূর্ণ ডিসপেন্সিং ইউনিটগুলো দিয়ে জ্বালানি তেল বিক্রয়/বিতরণ বন্ধ রাখার নির্দেশ দেন।
বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসানের নেতৃত্বে অভিযানে আরও উপস্থিত ছিলেন বিএসটিআইয়ের ঊর্ধ্বতন পরীক্ষক মো. রাকিবুল আলম এবং পরিদর্শক মো. নাজমুস সায়াদত।
বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০২০
জিসিজি/আরআইএস