বগুড়া: বগুড়া সদর ও শিবগঞ্জ উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় শাহাদৎ হোসেন (২৮) ও ফারাজ উদ্দিন (৪৫) নামে দু’জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও পাঁচজন।
মঙ্গলবার (৫ জানুয়ারি) রাত পৌনে ৮টার দিকে সদর উপজেলার নুনগোল ডিগ্রি কলেজ এলাকায় আলুবোঝাই ট্রাক ও নামুজাগামী সিএনজিচালিত যাত্রীবাহী অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শাহাদৎ নামে এক অটোরিকশাচালক নিহত হন।
শাহাদৎ শিবগঞ্জ উপজেলার আলীগ্রামের সাইফুল ইসলামের ছেলে। দুর্ঘটনার পর পরই ট্রাক ফেলে রেখে চালক ও হেলপার পালিয়ে যান। এ ঘটনায় অটোরিকশার আরও চার যাত্রী আহত হয়েছেন।
বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার বজলুর রশীদ জানান, এ ঘটনায় আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি আরও জানান, অটোরিকশা দ্রুত গতিতে চলছিল। সংর্ঘষে আলুবোঝাই ট্রাকটি রাস্তার পাশে উল্টে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে।
এর আগে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলার বিহার সিঙ্গাড়গাড়ী মোড় এলাকায় অটোভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোভ্যানচালক ফারাজ উদ্দিন নিহত হন। তিনি শিবগঞ্জ উপজেলার কুড়াহার আয়নাপাড়া গ্রামের বাসিন্দা। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলচালক তোহাব হোসেন তোহা (২২)।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম বদিউজ্জামান জানান, এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় মোটরসাইকেলচালককে উদ্ধার করে শজিমেক হাসপাতালে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ২১৪৬ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০২১
কেইউএ/আরবি