ঢাকা: করোনা ভাইরাসের ভ্যাকসিন নিয়ে প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশের উদ্বিগ্ন হওয়ার কোনও কারণ নেই বলে জানিয়েছে ভারত।
মঙ্গলবার (৫ জানুয়ারি) ঢাকার ভারতীয় হাইকমিশন এক বার্তায় এ তথ্য জানিয়েছে।
ঢাকার ভারতীয় হাইকমিশন ভারতের সেরাম ইনস্টিটিউটের প্রধান নির্বাহী আদর পুনাওয়ালার টুইটারের বক্তব্য উদ্ধৃতি দিয়ে বলেছে, 'আমরা ভারতের সেরাম ইনস্টিটিউটের প্রধানের বক্তব্য দেখেছি। প্রতিবেশী বাংলাদেশের উদ্বিগ্ন হওয়ার কোনও কারণ নেই, কারণ ভারত বরাবরই তার প্রতিবেশীদের অগ্রাধিকার দিয়ে আসছে। এবারও তার ব্যতিক্রম হবে না। '
উল্লেখ্য মঙ্গলবার ভারতের সেরাম ইনস্টিটিউটের প্রধান নির্বাহী আদর পুনাওয়ালা টুইটারের জানিয়েছেন, ভারত থেকে সব দেশেই করোনা ভ্যাকসিন রপ্তানির অনুমতি দেওয়া আছে।
সূত্র জানায়, সেরাম ইনস্টিটিউটের মাধ্যমে বাংলাদেশ তিন কোটি ভ্যাকসিন আমদানি করবে। তবে ভারতের কোনো কোনো গণমাধ্যমের খবরে বলা হয়, সেরাম ইনস্টিটিউটের ভ্যাকসিন বিদেশে রপ্তানির অনুমোদন নেই। এ খবর প্রকাশ হওয়ার পর বাংলাদেশের পক্ষ থেকে ভারতের সঙ্গে যোগাযোগ করা হয়। ভারতের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশ যথাসময়ে ভ্যাকসিন পাবে।
বাংলাদেশ সময়: ০০২০ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২১
টিআর/কেএআর