ঢাকা: রাজধানীর রামপুরা থানা এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা লালবাগ বিভাগ।
তারা হলেন- মো. সামছু (৬০) ও মোছা. রোকেয়া খাতুন ওরফে রেখা (৩৭)।
বুধবার (৬ জানুয়ারি) দুপুরে ডিএমপির গোয়েন্দা (ডিবি) পুলিশের লালবাগ বিভাগের সহকারী পুলিশ কমিশনার (এসি) মধুসূদন দাস বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
এসি মধুসূদন দাস বলেন, মঙ্গলবার (৫ জানুয়ারি) বিকেলে রামপুরার বনশ্রী আবাসিক এলাকায় অভিযান চালিয়ে ২ হাজার পিসসহ মাদক বিক্রেতা সামছু ও রোকেয়াকে আটক করা হয়।
আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে তিনি বলেন, আসামিরা চট্টগ্রাম ও কক্সবাজার এলাকার মাদক বিক্রেতাদের কাছ থেকে ইয়াবা সংগ্রহ করে কৌশলে তা ঢাকায় নিয়ে আসেন। এরপর ঢাকার বিভিন্ন মাদক বিক্রেতাদের কাছে তা বিক্রি ও সরবরাহ করে আসছিলো। জিজ্ঞাসাবাদে তারা অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে সেগুলো যাচাই-বাছাই করে এ চক্রের বাকি সদস্যদের আটক করা হবে। অভিযান চলছে।
আটকদের বিরুদ্ধে রাজধানীর রামপুরা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান এসি মধুসূদন দাস।
বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২১
এসজেএ/ওএইচ/