ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঘন কুয়াশায় সৈয়দপুর বিমানবন্দরে প্লেন ওঠা-নামায় বিঘ্ন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫০ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২১
ঘন কুয়াশায় সৈয়দপুর বিমানবন্দরে প্লেন ওঠা-নামায় বিঘ্ন

নীলফামারী: ঘন কুয়াশার কারণে সৈয়দপুর বিমানবন্দরে প্লেন ওঠা-নামায় বিঘ্ন সৃষ্টি হয়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, নভোএয়ারের ৩ নম্বর ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দর থেকে সৈয়দপুরের উদ্দেশে ছেড়ে আসার কথা ছিল বৃহস্পতিবার (৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায়।

যথাসময়ে বিমানবন্দরে পৌঁছালেও ঘন কুয়াশা থাকায় সাড়ে চার ঘণ্টা বিলম্বে প্লেন অবতরণ করে।

সৈয়দপুর বিমানন্দর সূত্র জানায়, ঘন কুয়াশার কারণে সকাল থেকে ছয়টি প্লেন ওঠা-নামায় বিঘ্নের সৃষ্টি হয়। বিকেল চারটা ৪৫ মিনিটে পরিস্থিতি উন্নতি হলে প্লেন চলাচল স্বাভাবিক হয়।

সৈয়দপুর থেকে ঢাকায় যাচ্ছিলেন ইউএস বাংলা এয়ারলাইন্সের শায়লা বানু। তিনি বাংলানিউজকে জানান, বিকেলে ঢাকায় তার একটি জরুরি মিটিং ছিল। ওই মিটিং আর ধরা যাচ্ছে না। এ দুর্ভোগের জন্য তিনি আক্ষেপ করেন। তার মতো সকাল থেকে সৈয়দপুর বিমানবন্দরের টার্মিনালে প্রায় সাড়ে ৫০০ যাত্রী বিড়ম্বনায় পড়েন।

সৈয়দপুর বিমানবন্দর ব্যাপস্থাপক সুকলব কুমার ঘোষ জানান, ভিজিবিলিটি সংকটের কারণে বিমান উড্ডয়ন, অবতরণ অনিশ্চয়তায় পড়ে। এর ফলে যাত্রীরা কিছুটা দুর্ভোগ পোহায়। পরে বিকেলের পর পরিস্থিতি স্বাভাবিক হয়।

বাংলাদেম সময়: ১৯৪৯ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।