ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ফুলগাজীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫১ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২১
ফুলগাজীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফেনী: ফেনীর ফুলগাজী উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের দঃ তারালিয়ায় পুকুরের পানিতে ডুবে নাবিহা (০৩) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) বিকেলে মুন্সীরহাট ইউনিয়রেনর দঃ তারালিয়া চৌধুরী বাড়ির সামনে মসজিদ সংলগ্ন পুকুর এ দুর্ঘটনা ঘটে।

নাবিহা ফেনী ডায়াবেটিক হাসপাতালে জুনিয়র এডমিন অফিসার হিসেবে কর্মরত দঃ তারালিয়া চৌধুরী বাড়ির সোহেল রানা চৌধুরীর কনিষ্ঠা কন্যা।

সোহেল রানা চৌধুরীর বড় মেয়ে নিহা (৬) মুন্সীরহাট উঃ শ্রীপুর চৌধুরী বাড়ির সামনে অবস্থিত নূরানি মাদ্রাসায় পড়ে। নিহা ও নাবিহার নানার বাড়ী ফুলগাজীর জগতপুরে।

দঃ তারালিয়া চৌধুরী বাড়ীর মহিউদ্দিন চৌধুরী জানায়, বৃহস্পতিবার বিকেলে সবার অজান্তে নাবিহা খেলার ছলে বাড়িসংলগ্ন পুকুরে পড়ে ডুবে যায়। নাবিহার মা তখন গৃহস্থালির কাজে ব্যস্ত ছিলেন। অনেক খোঁজাখুজির পরে নাবিহাকে ওই পুকুরের পানিতে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২১
এসএইচডি/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।