ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কালিয়াকৈরে ভেকু চাপায় শিশু নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪০ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২১
কালিয়াকৈরে ভেকু চাপায় শিশু নিহত

গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার জালশুকা এলাকায় মাটিকাটার এক্সকেভেটর (ভেকু) চাপায় জুবায়েল হোসেন ওরফে লিপু (৬) নামে এক শিশু নিহত হয়েছে।

লিপু উপজেলার কাঞ্চানপুর এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে।

সে স্থানীয় গোসাত্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) বিকেলে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার জালশুকা এলাকায় ঘাটাখালী নদীর তীরবতী স্থানে সরিষার ক্ষেতের মাটি কেটে নিয়ে যাচ্ছে স্থানীয় প্রভাবশালী ব্যবসায়ীরা। গত কয়েকদিন ধরে তারা দিন-রাত ভেকু দিয়ে মাটি কেটে নিচ্ছিল।

বৃহস্পতিবার দুপুরে লিপু ও তার সমবয়সী এক শিশু ভেকুর পাশে দাঁড়িয়ে মাটিকাটা দেখছিল। একপর্যায়ে ভেকুটি তাদের দিকে ছুটে আসে। এসময় অন্যরা সরতে পারলেও লিপু ভেকুর নিচে চাপা পড়ে। এ ঘটনার পর থেকে মাটি ব্যবসায়ী, ভেকুর চালক ও তাদের সহযোগীরা পলাতক রয়েছে।

খবর পেয়ে পুলিশ বিকেলে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

কালিয়াকৈর থানার পরিদর্শক (অপারেশন) মুজাহিদুল ইসলাম বাংলানিউজকে জানান, ওই শিশুর মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এছাড়া মাটিকাটার ভেকুটি জব্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২১
আরএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।