গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার জালশুকা এলাকায় মাটিকাটার এক্সকেভেটর (ভেকু) চাপায় জুবায়েল হোসেন ওরফে লিপু (৬) নামে এক শিশু নিহত হয়েছে।
লিপু উপজেলার কাঞ্চানপুর এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে।
বৃহস্পতিবার (৭ জানুয়ারি) বিকেলে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার জালশুকা এলাকায় ঘাটাখালী নদীর তীরবতী স্থানে সরিষার ক্ষেতের মাটি কেটে নিয়ে যাচ্ছে স্থানীয় প্রভাবশালী ব্যবসায়ীরা। গত কয়েকদিন ধরে তারা দিন-রাত ভেকু দিয়ে মাটি কেটে নিচ্ছিল।
বৃহস্পতিবার দুপুরে লিপু ও তার সমবয়সী এক শিশু ভেকুর পাশে দাঁড়িয়ে মাটিকাটা দেখছিল। একপর্যায়ে ভেকুটি তাদের দিকে ছুটে আসে। এসময় অন্যরা সরতে পারলেও লিপু ভেকুর নিচে চাপা পড়ে। এ ঘটনার পর থেকে মাটি ব্যবসায়ী, ভেকুর চালক ও তাদের সহযোগীরা পলাতক রয়েছে।
খবর পেয়ে পুলিশ বিকেলে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
কালিয়াকৈর থানার পরিদর্শক (অপারেশন) মুজাহিদুল ইসলাম বাংলানিউজকে জানান, ওই শিশুর মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এছাড়া মাটিকাটার ভেকুটি জব্দ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২১
আরএস/ওএইচ/