ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রুম্মান হত্যার আসামিদের গ্রেফতারের দাবিতে সড়ক অবরোধ

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৫ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২১
রুম্মান হত্যার আসামিদের গ্রেফতারের দাবিতে সড়ক অবরোধ

ঝালকাঠি: ঝালকাঠির নলছিটিতে আনিস বিশ্বস রুম্মান (১৮) হত্যাকারীদের পুলিশ এ অব্দি গ্রেফতার করতে না পারায় বরিশাল-পটুয়াখালী আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেছে এলাকাবাসী।

নিহতের স্বজনদের অংশগ্রহণে বৃহস্পতিবার (০৭ জানুয়ারি) বেলা ১১টা থেকে বেলা ১২টা পর্যন্ত সড়কের দপদপিয়া জিরোপয়েন্ট এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করেন তারা।

এসময় সড়কের দুইপাশে অসংখ্য যানবাহন আটকা পড়ে।

ঘণ্টাব্যাপী অবরোধ কর্মসূচি চলাকালে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের কুশপুত্তলিকায় আগুন দেওয়া হয়। পরে অবরোধকারীরা আসামি গ্রেপ্তারের জন্য ৭২ ঘণ্টার সময় বেধে দেয়। আর এ সময়ের মধ্যে জড়িতদের গ্রেফতার করতে না পারলে আবারো সড়ক অবরোধসহ কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন নিহতের স্বজন ও প্রতিবেশীরা।

পরে পুলিশ এসে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় এলাকাবাসী।

গত ৩ জানুয়ারি রাতে নলছিটি উপজেলার দপদপিয়া গ্রামে পুরনো বিরোধের জেরে রুম্মানকে গলাকেটে হত্যা করে প্রতিপক্ষরা। নিহত রুম্মান শহীদ আবদুর রব সেরনিয়াবাত সেতুর টোল প্লাজায় কর্মরত ছিলেন। সে দপদপিয়া গ্রামের সত্তার বিশ্বাসের ছেলে। এ ঘটনায় ২২ জনকে আসামি করে নিহতের চাচাতো ভাই মিঠু বিশ্বাস।

মামলার বিবরণে জানা যায়, প্রতিবেশী আল মামুন ও রানা হাওলাদারদের সঙ্গে জমি নিয়ে বিরোধ ছিল নিহত রুম্মানের পরিবারের। বিরোধের জের ধরেই আনিস বিশ্বাস রুম্মান রাতে বাড়ির সামনে বের হলে তাকে আটক করে আল মামুন, রিয়াদ, বাপ্পি হাওলাদারসহ আসামিরা রাস্তায় ফেলে গলাকেটে হত্যা করে।

ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) প্রশান্ত কুমার দে বলেন, পুলিশ আসামিদের গ্রেফতারের জন্য সম্ভাব্য স্থানে অভিযান চালাচ্ছে। আশাকরি দ্রুততম সময়ের মধ্যেই তাদের গ্রেপ্তার করা হবে। এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ০১৪৩ ঘন্টা, জানুয়ারি ০৮, ২০২১
এমএস/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।