বগুড়া: বগুড়ায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) বিশেষ অভিযানে ১৬১ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (০৭ জানুয়ারি) রাত পোনে ৯টার দিকে বগুড়া র্যাব-১২ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটকরা হলেন- দিনাজপুর জেলার কোতয়ালী উপজেলার ফকিরপাড়া চৌহরা এলাকার আজিজুল হকের ছেলে রফিকুল ইসলাম (৪০) এবং চিরি উপজেলার দক্ষিণ পলাশবাড়ি এলাকার এনামুল হকের ছেলে আঃ ছালাম (৩৫)।
বিজ্ঞপ্তিতে বলা হয়- গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে বগুড়া সদর উপজেলার মাটিডালি বিমান মোড় এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনার সময় ১৬১ বোতল ফেনসিডিলসহ রফিকুল ইসলাম ও আঃ ছালাম নামে ওই দুই মাদক কারবারিকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে দুইটি মোবাইল, তিনটি সীমকার্ড ও নগদ ২ হাজার টাকা ও একটি ট্রাক (দিনাজপুর-ট-১১-০০৯০) জব্দ করা হয়।
এ ব্যাপারে বগুড়া র্যাব-১২’র ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার স্বজল কুমার সরকার (সিনিয়র সহকারী পুলিশ সুপার) বাংলানিউজকে জানান, আটক মাদক কারবারি রফিকুল ইসলাম ও আঃ ছালাম দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য ফেনসিডিল দেশের বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ০১৫০ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০২০
কেইউএ/এমএমএস