ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সড়ক দুর্ঘটনায় বাউল শিল্পী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১১ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২১
সড়ক দুর্ঘটনায় বাউল শিল্পী নিহত

ঝালকাঠি: বরিশাল-কুয়াকাটা মহাসড়কের তুর্য ফিলিং স্টেশনের সামনে সড়ক দুর্ঘটনায় (৪৫) মতিন বয়াতি নামে এক বাউল শিল্পী নিহত হয়েছেন।  

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) রাতে এ দুর্ঘটনা ঘটে।

মতিন বয়াতি ঝালকাঠির নলছিটি উপজেলার রানাপাশা ইউনিয়নের ছৈলাবুনিয়া গ্রামের মৃত আব্দুল গণি মিয়ার ছেলে।

স্থানীয়রা জানায়, রাতে মোটরসাইকেলে করে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক দিয়ে যাচ্ছিলেন মতিন বয়াতি। এ সময় একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে তিনি মহাসড়কের পাশে ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নলছিটি থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল হালিম তালুকদার জানান, বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫০৯ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০২১
এমএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।