ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মদপানে ছাত্রলীগ নেতাসহ ৩ জনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৩ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২১
মদপানে ছাত্রলীগ নেতাসহ ৩ জনের মৃত্যু

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মদপানে উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান বাবুসহ তিনজনের মৃত্যু হয়েছে।

শনিবার (৯ জানুয়ারি) ভোরে ঢাকায় বিভিন্ন ক্লিনিকে তাদের মৃত্যু হয়।

ওই ঘটনায় অসুস্থ হয়েছেন আরো ৬ জন। তাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

বাবু একইসঙ্গে সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারী ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের ছোট ভাই।

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার (জানুয়ারি) রাতে কয়েকজন মদপান করে অসুস্থ হয়ে পড়েন। শুক্রবার (৮ জানুয়ারি) রাতে গুরুতর অসুস্থ হলে তাদের ঢাকার বিভিন্ন ক্লিনিকে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোরে তোফাজ্জল ও মহসিনের মৃত্যু হয়। আর দুপুরে মালিবাগের একটি ক্লিনিকে মারা যায় বাবু। ’

তিনি আরও বলেন, ‘নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করলে জানায়, হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছে। এজন্য তোফাজ্জল ও মহসিনের মরদেহ দাফন করে ফেলেছেন। তারা মদপানের বিষয়ে অস্বীকার করেন। আর জাহিদের মরদেহ জন্য ঢাকায় পুলিশ পাঠানো হয়েছে। ’

বাংলাদেশ সময়: ১৭২১ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২১
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।