ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চাঁদপুরে অটোরিকশা উল্টে কিশোরের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৩ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২১
চাঁদপুরে অটোরিকশা উল্টে কিশোরের মৃত্যু বাংলানিউজ ফাইল ছবি

চাঁদপুর: চাঁদপুর শহরে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিকশা উল্টে চালক রাজু (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অটোরিকশায় থাকা আরও দুই কিশোর আহত হয়েছেন।

 

শনিবার (৯ জানুয়ারি) দুপুরে শহরের পুরানবাজার পূর্ব জাফরাবাদ আমজাদ আলী সড়কের খালেক চৌকিদারের দোকান সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাজু পুরানবাজার পূর্ব জাফরাবাদ পাটওয়ারী পুল এলাকার ফারুক শেখের ছেলে।  

আহত দুই কিশোর হলো- সাইফুল (১৩) ও বাঁধন (১২)।  

নিহতের স্বজনরা জানায়, সকালে রাজু তার সহপাঠীদের নিয়ে নিজের অটোরিকশা নিয়ে ঘুরতে বের হয়। ঘুরা শেষ হলে বাড়ির উদ্দেশ্যে ফেরার পথে ঘটনাস্থলে এলে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটি রাস্তায় উল্টে যায়। এতে গুরুতর আহন হয় রাজুসহ তার সহপাঠীরা। স্থানীয়রা তাদের উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাজুকে মৃত ঘোষণা করেন।  

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসিম উদ্দিন জানান, খবর পেয়ে নিহত কিশোরের মরদেহ ময়নাতদন্ত ও আইনি পক্রিয়া শেষে তার তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।