টাঙ্গাইল: প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই এলাকায় দুই ইটভাটাকে চার লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (০৯ জানুয়ারি) দুপুরে মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন এ জরিমানা করেন।
মো. জুবায়ের হোসেন বাংলানিউজকে জানান, গোড়াই এলাকার মমিন নগরে কাগজপত্র ছাড়া মেসার্স ফিরোজ ব্রিকস ম্যানুফ্যাকচারস ও মেসার্স আদর-আপন ব্রিকস নামে দু’টি ইটভাটা দীর্ঘদিন ধরে চালাচ্ছিলেন বিএনপি নেতা ফিরোজ হায়দার খান। খবর পেয়ে দুপুরে সেখানে অভিযান চালিয়ে ইটভাটা দু’টির মালিক ফিরোজকে চার লাখ টাকা জরিমানা করা হয়।
পরিবেশ রক্ষা ও জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২১
এসআরএস