চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা এলাকায় শ্যালো ইঞ্জিনচালিত একটি ট্রাক্টরের সঙ্গে ধাক্কায় নজির আহমেদ (৫৫) নামে সিএনজিচালিত অটোরিকশার এক আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন নারী ও শিশুসহ আরও চারজন আরোহী।
শনিবার (০৯ জানুয়ারি) রাত ৮টার দিকে দর্শনা মা ও শিশু হাসপাতালের অদূরে এ দুর্ঘটনা ঘটে। নিহত নজির আহমেদ উপজেলার পরাণপুর গ্রামের মৃত মোবারক মণ্ডলের ছেলে।
স্থানীয়রা জানান, রাতে অটোরিকশায় করে চুয়াডাঙ্গা থেকে দর্শনার দিকে যাচ্ছিলেন নজির আহমেদ। পথে দর্শনা বাসস্ট্যান্ডের অদূরে পৌঁছালে রাস্তার পাশে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাক্টরকে পেছন থেকে ধাক্কা দেয় অটোরিকশাটি। এতে অটোরিকশার যাত্রীরা ছিটকে রাস্তায় পড়ে গেলে ঘটনাস্থলেই নজির আহমেদের মৃত্যু হয় এবং গুরুতর আহত হন নারী ও শিশুসহ চারজন। এ অবস্থায় স্থানীয়রা আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান বাংলানিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতরা চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন।
বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২১
এসআরএস