ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নওগাঁয় প্রধানমন্ত্রীর উপহার পেলো দৃষ্টি প্রতিবন্ধী পরিবার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৭ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২১
নওগাঁয় প্রধানমন্ত্রীর উপহার পেলো দৃষ্টি প্রতিবন্ধী পরিবার

নওগাঁ: নওগাঁর রাণীনগরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে একটি ব্যাটারি চালিত ভ্যানগাড়ি পেলো এক দৃষ্টি প্রতিবন্ধী পরিবার।

সোমবার (১১ জানুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পরিবারের কাছে ভ্যানগাড়ি তুলে দেন জেলা প্রশাসক হারুন-অর-রশীদ।

উপজেলার খট্টেশ্বর গ্রামের মৃত আমজাদ ফকিরের ২ ছেলে ও ২ মেয়ের মধ্যে এক ছেলে ও এক মেয়ে দৃষ্টি প্রতিবন্ধী।

এসময় জেলা প্রশাসক হারুন-অর-রশিদ বাংলানিউজকে জানান, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রায় ৫০ হাজার টাকা ব্যয়ে একটি নতুন ব্যাটারি চালিত অটোচার্জার ভ্যান তৈরি করে ওই পরিবারের কর্মক্ষম ছেলের হাতে তুলে দেওয়া হল। এতে করে ভ্যান চালিয়ে উপার্জিত অর্থ দিয়ে পরিবারটি স্বচ্ছলভাবে চলতে পারবে।

অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ দুলু, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৩৫২ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।