নাটোর: নাটোরের সিংড়ায় ছাগল চুরির অপবাদ দিয়ে দুই জন স্কুল ছাত্রকে গাছে বেঁধে নির্যাতনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে শামীম হোসেন ওরফে কছিম (৩২) ও করিম আলী (২৮) নামে দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১১ জানুয়ারি) ভোরে উপজেলার বিলদহর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার শামীম উপজেলার বিলদহর (বাঁধপাড়া) এলাকার কদম মোল্লার ছেলে ও করিম একই এলাকার সিদ্দিক আলীর ছেলে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর এ আলম সিদ্দিকী বাংলানিউজকে জানান, রোববার (১০ জানুয়ারি) দুপুরে সিংড়া উপজেলার বিলদহর বাজার থেকে সাগর ও অন্তর নামে স্থানীয় কারিগরি স্কুলের দুই ছাত্রকে ছাগল চুরির অপবাদ দিয়ে ধরে নিয়ে যায় একই এলাকার মোস্তফা সরদার ও সোহেল হোসেন। পরে শামীম ও করিম ওই দুই ছাত্রকে গাছে বেঁধে নির্যাতন চালায়।
এ ঘটনায় নির্যাতিত সাগরের বড় ভাই বিপ্লব প্রামাণিক বাদি হয়ে রোববার (১০ জানুয়ারি) রাতে মামলা দায়ের করলে পুলিশ সোমবার ভোরে তাদের গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২১
কেএআর