ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ছাগল চুরির অপবাদ দিয়ে ২ স্কুলছাত্রকে নির্যাতনের ঘটনায় গ্রেফতার ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৭ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২১
ছাগল চুরির অপবাদ দিয়ে ২ স্কুলছাত্রকে নির্যাতনের ঘটনায় গ্রেফতার ২ গ্রেফতার শামীম হোসেন ও করিম আলী

নাটোর: নাটোরের সিংড়ায় ছাগল চুরির অপবাদ দিয়ে দুই জন স্কুল ছাত্রকে গাছে বেঁধে নির্যাতনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে শামীম হোসেন ওরফে কছিম (৩২) ও করিম আলী (২৮) নামে দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১১ জানুয়ারি) ভোরে উপজেলার বিলদহর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার শামীম উপজেলার বিলদহর (বাঁধপাড়া) এলাকার কদম মোল্লার ছেলে ও  করিম একই এলাকার সিদ্দিক আলীর ছেলে।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর এ আলম সিদ্দিকী বাংলানিউজকে জানান, রোববার (১০ জানুয়ারি) দুপুরে সিংড়া উপজেলার বিলদহর বাজার থেকে সাগর ও অন্তর নামে স্থানীয় কারিগরি স্কুলের দুই ছাত্রকে ছাগল চুরির অপবাদ দিয়ে ধরে নিয়ে যায় একই এলাকার মোস্তফা সরদার ও সোহেল হোসেন। পরে শামীম ও করিম ওই দুই ছাত্রকে গাছে বেঁধে নির্যাতন চালায়।

এ ঘটনায় নির্যাতিত সাগরের বড় ভাই বিপ্লব প্রামাণিক বাদি হয়ে রোববার (১০ জানুয়ারি) রাতে মামলা দায়ের করলে পুলিশ সোমবার ভোরে তাদের গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২১
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।