ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রংপুরে ওএমএস চাল চুরির মামলায় আ. লীগ নেতা গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৮ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২১
রংপুরে ওএমএস চাল চুরির মামলায় আ. লীগ নেতা গ্রেফতার

রংপুর: করোনাকালীন খাদ্যবান্ধব কর্মসূচির চাল কলোবাজারে বিক্রির মামলায় রংপুরের পীরগঞ্জের ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মঞ্জুর হোসেন মন্ডলকে গ্রেফতার করেছে র‍্যাব। পরে তাকে পুলিশে হস্তান্তর করা হলে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

সোমবার (১১ জানুয়ারি) রাতে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরেস কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার সকালে উপজেলার ভেন্ডাবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মঞ্জুর হোসেন মন্ডলকে চাতাল বাজার এলাকা থেকে গ্রেফতার করে র‍্যাব।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ২০২০ সালের ৯ এপ্রিল ভেন্ডাবাড়ি থেকে গাইবান্ধার সাদুল্লাহপুরে পাচারের সময় গুঞ্জিপাড়া নামক স্থান থেকে সরকারী খাদ্যবান্ধব কর্মসূচির (ওএমএস) ৯০ বস্তা চালসহ একটি ট্রাক্টর আটক করে পুলিশ। এতে সংশ্লিষ্টতার অভিযোগে ট্রাক্টর চালক ইসমাইল, হেল্পার রিয়াদ ও লেবার জাহাঙ্গীরকে আটক করা হয়। এ বিষয়ে দায়ের হওয়া মামলার তদন্তে ঘটনার হোতা হিসেবে তৎকালীন ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মঞ্জুর হোসেন মন্ডলের নাম উঠে আসে।

এ মামলায় সোমবার সকালে ইউনিয়নের চাতাল বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‍্যাবের একটি দল। পরে পীরগঞ্জ থানায় তাকে হস্তান্তর করা হলে চাল চুরির মামলায় আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সরেস কুমার সরকার বলেন, সোমবার (১১ জানুয়ারি) সকালে তাকে গ্রেফতার করে র‍্যাব। পরে আমাদের হাতে হস্তান্তর করা হলে বিকেলে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ০৭৫৭ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২১
এইচএমএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।