কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের নিকলী উপজেলায় চুরির মামলার এক আসামি ধরতে গিয়ে পুলিশের এক উপ-পরিদর্শকসহ (এসআই) তিনজন ছুরিকাহত হয়েছেন। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
সোমবার (১১ জানুয়ারি) দিনগত রাতে উপজেলার দরগাহাটি গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন-নিকলী থানার এসআই মঞ্জুরুল ইসলাম (৪০), বাজিতপুর উপজেলার হুমায়ুনপুর গ্রামের আব্দুল মন্নাফ মিয়ার ছেলে আব্দুল কাইয়ুম (২০) ও একই এলাকার আব্দুল হাসিমের ছেলে দেলোয়ার (১৮)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দিনগত রাতে এসআই মঞ্জুরুল ইসলামসহ পুলিশের একটি দল চুরির মামলার আসামি শাওনকে ধরতে দরগাহাটি গ্রামে যায়। শাওনকে ধরার পর শাওন ও তার বাবা-মা পুলিশের ওপর হামলা চালান। একপর্যায়ে শাওন এসআই মঞ্জুরুল ইসলামকে ছুরিকাঘাত করেন। এ সময় রাস্তার কাজে নিয়োজিত আব্দুল কাইয়ুম ও দেলোয়ার এগিয়ে গেলে তাদেরও ছুরিকাঘাত করেন শাওন। আহতদের মধ্যে আব্দুল কাইয়ুম ও এসআইকে রাতেই কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আর দেলোয়ারকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামছুল আলম সিদ্দিকী বাংলানিউজকে জানান, আসামি শাওন (২২), তার বাবা শাহাবুদ্দিন ও মা শামসুন্নাহারকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২১
এসআই