ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সমবায় কর্মকর্তার বিচারের দাবিতে মৎস্যজীবীদের মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৪ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২১
সমবায় কর্মকর্তার বিচারের দাবিতে মৎস্যজীবীদের মানববন্ধন মানববন্ধন। ছবি: বাংলানিউজ

ব্রাহ্মণবাড়িয়া: বিভিন্ন অনিয়ম দুর্নীতির অভিযোগ এনে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা সমবায় কর্মকর্তা আলমগীর হোসেনের বিচার চেয়ে মানববন্ধন করেছে দুটি মৎস্য সমবায় সমিতি।

মঙ্গলবার (১২ জানুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে ইবনে সিনা ইসলামী সঞ্চয় ঋণদান কো-অপারেটিভ সোসাইটি ও রামচন্দ্রপুর ফতেপুর মৎস্যজীবী সমিতির সদস্যরা এ মানববন্ধনে অংশ নেয়।

ইবনে সিনা ইসলামী সঞ্চয় ঋণদান কো-অপারেটিভ সোসাইটির সভাপতি নাজির হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন- শাহীন আক্তার ভূঁইয়া, রামচন্দ্রপুর ফতেপুর মৎস্যজীবীর সভাপতি মারফত আলী, সদস্য জসীম উদ্দিন, সুজন চক্রবর্তী, রাকিব আল হাসান প্রমুখ।

এ সময় বক্তারা অভিযোগ করে বলেন, সমবায় কর্মকর্তা আলমগীর হোসেন ব্রাহ্মণবাড়িয়ায় যোগদানের পর থেকেই চাঁদার জন্য বেপরোয়া হয়ে ওঠেন। কখনো দিবস পালনের নামে চাঁদা আদায়, আবার কখনো বড় কর্তার ভয় দেখিয়ে কিংবা অফিস সিলগালা করার হুমকি দিয়ে বিভিন্ন সময় মোটা অংকের চাঁদা নিয়েছেন। বিষয়টি আমরা ঊর্ধ্বতন কৃর্তপক্ষকে অবহিত করেছি। এখন অনেকটা নিরুপায় হয়েই মানববন্ধন করছি। আমরা সদর উপজেলার এই দুর্নীতিবাজ সমবায় কর্মকর্তার বিচার চাই।

সদর উপজেলা সমবায় কর্মকর্তা আলমগীর হোসেন এ অভিযোগ  অস্বীকার করে বিষয়টি ভিত্তিহীন বলে দাবি করেন।

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।