কক্সবাজার: নিষ্ঠা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালনে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন কক্সবাজারের নবাগত জেলা প্রশাসক (ডিসি) মো. মামুনুর রশিদ।
জেলা প্রশাসনের কাজের পরিধি বেশি, সেক্ষেত্রে কাজ করাও চ্যালেঞ্জের।
মঙ্গলবার (১২ জানুয়ারি) বিকেলে জেলা প্রশাসনের শহীদ এ টি এম জাফর আলম সম্মেলন কক্ষে কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সঙ্গে মতবিনিময়কালে ডিসি এ আশাবাদ ব্যক্ত করেন।
মামুনুর রশিদ বলেন, আপনাদের (সাংবাদিক) প্রয়োজনে যখনই দরকার আমাকে ফোন দেবেন, যা জানার জেনে নেবেন। কিন্তু ভুল তথ্য দেবেন না। তথ্যের প্রয়োজনে সংবাদিকরা যখনই আমাকে ফোন দেবেন, আমি যতই ব্যস্ত থাকি না কেন, সাড়া দেওয়ার চেষ্টা করবো।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাজাহান আলির সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন- স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শ্রাবস্তি রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আমিন আল পারভেজ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাহিদ ইকবাল, কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন ও কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি আবু তাহের চৌধুরী, কালের কণ্ঠের বিশেষ প্রতিনিধি তোফায়েল আহমেদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য মোহাম্মদ মুজিবুল ইসলাম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য অ্যাডভোকেট আয়াছুর রহমান, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ নজিবুল ইসলাম, দীপক শর্মা দীপু ও রাশেদুল মজিদ প্রমুখ। সভায় সাংবাদিক ইউনিয়নের নেতারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ০৩৪২ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২১
এসবি/আরবি