ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

খুলনায় ফের শীতের প্রকোপ 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫১ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২১
খুলনায় ফের শীতের প্রকোপ  খুলনার সকাল

খুলনা: পৌষের শেষ প্রান্তে এসে আবারও খুলনাঞ্চলে জেঁকে বসেছে শীত। অথচ মধ্য পৌষে তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসে উঠেছিল! গরমে অনেকে ফ্যান ও এসি চালানো শুরু করেছিলেন।

 

কিন্তু মঙ্গলবার (১২ জানুয়ারি) রাত থেকে খুলনায় হঠাৎ করে তাপমাত্রা অনেকটা কমে আসছে। পৌষের শীত এবার ততটা কাবু করতে পারেনি। দিনে খাঁ খাঁ রোদে অতিষ্ঠ হয়েছেন মানুষ। রাতেও শীতকে তোয়াক্কা না করে একটি জামা পড়ে ঘুরে বেড়িয়েছেন কেই কেউ। শীতের আমেজ ছিল না কোথাও।  

তবে মঙ্গলবার রাত থেকে ফিনফিনে হিমহিম বাতাসে তাপমাত্রা অনেকটা কমে গেছে। বুধবার (১৩ জানুয়ারি) সকাল থেকেই বইছে উত্তরে ঠাণ্ডা হাওয়া। রয়েছে কুয়াশার দাপটও। বেলা ১১টায়ও সূর্য রয়েছে কুয়াশার আড়ালে।

খুলনা আঞ্চলিক আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়াবিদ আমিরুল আজাদ বুধবার সকালে বাংলানিউজকে বলেন, ‘মধ্য পৌষে খুলনায় তাপমাত্রা বেড়ে ৩০ দশমিক ৫ ডিগ্রিতে উঠে গিয়েছিল। খুলনায় সেখান থেকে মঙ্গলবার রাতে তাপমাত্রা হঠাৎ করে কমে গেছে। শীত আবারও পড়া শুরু করেছে। মাঘে তাপমাত্রা আরও কমবে। আগামী সপ্তাহে শৈত্য প্রবাহ আসতে পারে।  

তিনি আরও জানান, বুধবার খুলনায় তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস রয়েছে।

বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২১
এমআরএম/জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।