সিলেট: সিলেটে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ১০ জন আহত হয়েছেন। বুধবার (১৩ জানুয়ারি) সকালে ঢাকা-সিলেট মহাসড়কে ওসমানীনগরের গোয়ালাবাজার সংলগ্ন ইলাশপুরে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, হযরত শাহজালাল (র.) মাজার জিয়ারতে লোকজনকে নিয়ে আসা যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে বাসে থাকা অন্তত ১০ যাত্রী আহত হন। স্থানীয়রা দমকল বাহিনীকে খবর দিলে আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সিলেটের ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বণিক এ তথ্য নিশ্চিত করে বলেন, সকাল ৮টার দিকে দুর্ঘটনাটি ঘটে। তখন ঘন কুয়াশার কারণে বগুড়া থেকে সিলেটে মাজার জিয়ারতে আসা বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। স্থানীয় জনতা, পুলিশ ও দমকল বাহিনীর সহায়তায় বাসের ভেতর থেকে যাত্রীদের বের করে আনা হয় এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১২২২ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২১
এনইউ/আরএ