ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী মাছ বাজারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে সাঈদ খোকন মীর (৩০) নামে এক পিকআপভ্যান চালকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১২ জানুয়ারি) দিনগত রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
বরিশাল গৌরনদী উপজেলা বাগমারা গ্রামে শামসুল হকের মীরের ছেলে সাঈদ খোকন। এক মেয়ে ও স্ত্রী মালাসহ পরিবার নিয়ে যাত্রাবাড়ী কাজলা নগর এলাকায় থাকতেন। তিনি পেশায় পিকআপভ্যান চালক ছিলেন।
নিহত সাঈদ খোকনের ভগ্নীপতি মো. ফারুক হোসেন জানান, গত রাতে তিনি যাত্রাবাড়ী মাছ বাজার স্ট্যান্ডে পিকআপভ্যান পার্কিং করে বসে ছিলেন। তখন কয়েকজন ছিনতাইকারী তার পেটে ছুরিকাঘাত করে তার সঙ্গে থাকা টাকা-পয়সা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে অন্য গাড়ি চালকরা তাকে দেখতে পেয়ে উদ্ধার করে ঢাকা মেডিক্যালের জরুরি বিভাগে ভর্তি করেন।
যাত্রাবাড়ী থানার ইন্সপেক্টর (অপারেশন) আয়ান মাহমুদ এসব তথ্য নিশ্চিত করে জানান, রাতে অভিযান চালিয়ে মূল ঘাতকসহ ৫ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন। ময়না তদন্তের জন্য মৃতদেহ ঢাকা মেডিক্যালের মর্গে রাখা হয়েছে।
এদিকে যাত্রাবাড়ী থানার ইন্সপেক্টর তদন্ত মো. শাহিনুর রহমান জানান, ছুরিকাঘাতে এক চালক মারা গেছেন। এই ঘটনায় আমরা ৫ জনকে আটক করেছি।
প্রাথমিকভাবে পুলিশ জানতে পারে, কিছু ছিনতাইকারী তাদের ছিনতাই করার টাকা-পয়সা ভাগ বাটোয়ারা করে নিয়ে যাওয়ার সময় যাত্রাবাড়ী মাছ বাজার ট্রাক স্ট্যান্ড এলাকায় ট্রাক ড্রাইভাররা তাদের বাধা দেয়। এ সময় ছিনতাইকারীদের একজন তাকে (সাঈদ খোকন মীর) ছুরিকাঘাত করে। পরে তিনি হাসপাতালে মারা যায়। ঘটনার বিস্তারিত আরও জানার চেষ্টা করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৩২৭ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২১
এজেডএস/জেআইএম