ঢাকা: বাজার মূল্য স্থিতিশীল রাখা ও শিশু খাদ্যে ভেজালরোধে রাজধানীর পুরান ঢাকার ইসলামবাগ টিএনটি অফিস এলাকায় অভিযান পরিচালনা করেছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৩ জানুয়ারি) দুপুর ১২ টায় অভিযান শুরু হয়।
ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু বাংলানিউজকে বলেন, শিশুদের চকলেটসহ বিভিন্ন ধরনের খাদ্যপণ্যে ক্ষতিকর রং, হাইড্রোজ, মোম দিয়ে খাদ্য তৈরি করা হচ্ছে। এ ধরনের উপাদানের তৈরি খাদ্য শিশুদের পেটে গেলে কিডনি, লিভার ড্যামেজ হয়ে যাবে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।
বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২১
এমএমআই/ওএইচ/