ঢাকা: প্রথম বলে ডট, দ্বিতীয় বলে প্রায় ছক্কা আর তৃতীয় বলে বোল্ড। চতুর্থ বল অবশ্য ব্যাটসম্যান আলী আরসালান খানকে নিয়ে ব্যাটিং করেছেন নিজেই।
বলা হচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলামের হঠাৎ ক্রিকেট খেলার কথা!
বুধবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে এগারোটায় রাজধানীর রূপনগর খাল পরিদর্শনে যান ডিএনসিসি মেয়র।
পরিদর্শনের এক পর্যায়ে রূপনগর আবাসিক এলাকার ১৭ নম্বর সড়কে শিশুদের সঙ্গে ক্রিকেট খেলায় অংশ নেন মেয়র আতিক। সড়কে শিশুদের ক্রিকেট খেলতে দেখে হঠাৎ করে নিজেও তাদের সঙ্গে যোগ দেন।
ব্যাট হাতে প্রথম বলটি মিস করেন মেয়র আতিক, ডট বল। দ্বিতীয় বলে উড়িয়ে মেরেছিলেন, তবে পাশেই থাকা ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা এ এস এম মামুনের বুকে লেগে আর বেশি দূর যেতে পারেনি সেটি। তবে তার বুকে হাত দেওয়া থেকে বোঝা যায় যে, বলে বেশ গতি ছিল। সীমানা পেরিয়ে ছক্কা হতে পারতো সেটি। তবে এরপরের বলেই বোল্ড আউট হন মেয়র আতিক। এই আউটে যেন আনন্দ পায়নি খোদ বোলারও।
আউট হয়ে নিজেই ক্রিজে নিয়ে আসেন নতুন ব্যাটসম্যান। খেলার এক পর্যায়ে এলাকারই এক শিশু আলী আরসালান খান মেয়রের সঙ্গে ক্রিকেট খেলার বায়না ধরে। মেয়রও বেশ খাতির করে নিয়ে আসেন ওই ক্ষুদে ক্রিকেটারকে। এরপর নিজেই ব্যাট ধরিয়ে ওই শিশুকে ব্যাট করান।
বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২১
এসএইচএস/এমজেএফ