রাজশাহী: পুলিশের ই-ট্রাফিকিংয়ের আওতায় আসছে পুরো রাজশাহী বিভাগ। রাজশাহীসহ বিভাগের আট জেলায় এখন থেকে ই-ট্রাফিকিং এর মাধ্যমে ট্রাফিক জরিমানা তাৎক্ষণিকভাবে পরিশোধ করা যাবে।
সোমবার (১৮ জানুয়ারি) পুলিশের রাজশাহী রেঞ্জ কার্যালয়ে এই বিভাগের আট জেলার পুলিশ সুপারসহ (এসপি) ও ই-ট্রাফিকিং সেবাদাতা তিনটি প্রতিষ্ঠানের মধ্যে একটি সমঝোতা চুক্তি সই হয়েছে।
আধুনিক ট্রাফিকিং সিস্টেমের আওতায় সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনায় ট্রাফিক জরিমানা সহজীকরণের লক্ষ্যে এ চুক্তি সম্পাদন করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।
রাজশাহী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতে খায়ের আলম জানান, এ চুক্তির ফলে রাজশাহী রেঞ্জ পুলিশের আওতাধীন আট জেলায় ট্রাফিক জরিমানা আদায় ব্যবস্থার আধুনিকায়ন ঘটল। রাজশাহী রেঞ্জ পুলিশের নতুন মাইলফলক। পুলিশের রাজশাহী রেঞ্জের আওতাধীন রাজশাহী, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, বগুড়া, জয়পুরহাট, পাবনা ও সিরাজগঞ্জ জেলার পুলিশ সুপারদের সঙ্গে সেবাদাতা প্রতিষ্ঠানসমূহের মধ্যে আজ এ সংক্রান্ত চুক্তিটি সম্পাদিত হয়েছে।
এ সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলো হচ্ছে মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ও আইটিসিএল। চুক্তিকালে এই তিনটি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিকে, আগামি কয়েকদিনে সংশ্লিষ্টদের সংক্ষিপ্ত প্রশিক্ষণের পরপরই ২২ জানুয়ারি থেকে রাজশাহী রেঞ্জ পুলিশের আওতাধীন সব জেলা ও থানা ও ট্রাফিক পয়েন্টে এ সেবা প্রদান শুরু হবে।
রাজশাহীর রেঞ্জ পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) আব্দুল বাতেন বলেন, ট্রাফিক ব্যবস্থাপানায় এটি একটি যুগান্তকারী পদক্ষেপ।
বাংলাদেশ সময়: ০১২১ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২১
এসএস/এইচএডি