ঢাকা: জাতীয় সংসদে রাষ্ট্রপতির দেওয়া ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব উত্থাপন করা হয়েছে। সংসদের অধিবেশনে চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী প্রস্তাবটি উত্থাপন করেন।
মঙ্গলবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে দশটায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের এ অধিবেশন শুরু হয়।
চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী তার ধন্যবাদ প্রস্তাবে বলেন, জাতীয় সংসদের এই অধিবেশনের সমবেত সদস্যরা রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ কর্তৃক ২০২১ সালের ১৮ জানুয়ারি অত্র সংসদে প্রদত্ত তার ভাষণের জন্য ধন্যবাদ জানাচ্ছি।
সংবিধানের বিধান অনুযায়ী রাষ্ট্রপতি নতুন বছরের প্রথম অধিবেশনের প্রথম দিনে সংসদে ভাষণ দেন। পরে সংসদ থেকে সেই ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব আনা হয় এবং সংসদে ওই প্রস্তাবের ওপর সংসদ সদস্যদের দীর্ঘ আলোচনা শেষে ধন্যবাদ প্রস্তাবটি গ্রহণ করা হয়।
বাংলাদেশ সময়: ১১৩৬ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২১
এসকে/এমআরএ