ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সিংগাইরে বাসের ধাক্কায় ইজিবাইকচালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৯ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২১
সিংগাইরে বাসের ধাক্কায় ইজিবাইকচালক নিহত দুর্ঘটনাকবলিত ইজিবাইক। ছবি: বাংলানিউজ

মানিকগঞ্জ: মানিকগঞ্জের সিংগাইর উপজেলার কিটিংচর নামক এলাকায় বাসের ধাক্কায় শাহ-আলম নামে ইজিবাইকের চালক নিহত ও আরো ১০ জন আহত হয়েছেন।  

মঙ্গলবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে সিংগাইর আঞ্চলিক মহাসড়কের কিটিংচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শাহ আলম উপজেলার পৌরসভার আঙ্গারিয়া ব্যাপারিপাড়া এলাকার দুলু মিয়ার ছেলে।

সিংগাইর থানার দায়িত্বরত কর্মকর্তা উপ পরিদর্শক (এসআই) আব্দুল রহিম বাংলানিউজকে বলেন, সকাল সাড়ে ৮টার দিকে কিটিংচর নামক স্থানে ঢাকাগামী শুকতারা পরিবহনের যাত্রীবাহী একটি বাস অপরদিক থেকে আসা একটি ইজিবাইককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে শাহ আলম নিহত হয়। এসময় আহত হয় আরো ১০ জন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।