লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ট্রাকের ধাক্কায় নিহত দুই পুলিশ সদস্যের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করেছে জেলা পুলিশ।
মঙ্গলবার (১৯ জানুয়ারি) দুপুরে পুলিশ লাইনস মাঠে তাদের নামাজে জানাজা ও গার্ড অনার প্রদান শেষে আনুষ্ঠানিকভাবে মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
এর আগে সোমবার (১৮ জানুয়ারি) বিকেল ৩টার দিকে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে উপজেলার খানের বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার পাইকেরছড়া এলাকার মৃত জয়েন উদ্দিনের ছেলে উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মতিন ও রংপুর গংগাচড়া উপজেলার মহিপুর এলাকার মৃত মাহমুদুর রহমানের ছেলে কনস্টেবল মুজিবুল আলম ওরফে হাজী (৪৮)। দুজনই হাতীবান্ধা থানার ডিটেকটিভ ব্রাঞ্চ (ডিএসবি) শাখায় কর্মরত ছিলেন।
জেলা পুলিশ জানায়, লালমনিরহাট বুড়িমারী মহাসড়ক হয়ে বড়খাতা থেকে হাতীবান্ধা থানার দিকে মোটরসাইকেলে ফিরছিলেন পুলিশ সদস্য আব্দুল মতিন ও মুজিবুল আলম।
এ সময় খানের বাজারে পৌঁছালে বুড়িমারী থেকে ছেড়ে আসা একটি ট্রাককে অতিক্রম করতে গেলে ট্রাকটির ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি ট্রাকের চাকার নিচে চলে যায়। এতে ঘটনাস্থলেই দুই পুলিশ সদস্য মারা যান।
চালক পালিয়ে গেলেও স্থানীয়রা ঘাতক ট্রাকটি আটক করে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাতীবান্ধা থানা পুলিশ মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
পলাতক চালকের পরিচয় শনাক্ত করে এ ঘটনায় হাতীবান্ধা থানার উপ-পরিদর্শক (এসআই) আঙ্গুর বাদী হয়ে ট্রাক চালকের বিরুদ্ধে হাতীবান্ধা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মঙ্গলবার দুপুরে পুলিশ লাইনস মাঠে মৃত পুলিশ সদস্যদের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় তাদের গার্ড অব অনার প্রদান করে জেলা পুলিশ। নামাজে জানাজায় নিহতদের পরিবারের সদস্য, সহকর্মী, রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতাকর্মী ও সাধারণ মানুষজন অংশগ্রহণ করেন।
তাদের মরদেহে শ্রদ্ধাঞ্জলী জ্ঞাপন করেন জেলা প্রশাসক আবু জাফর, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মতিয়ার রহমান ও পুলিশ সুপার আবিদা সুলতানাসহ সহকর্মীরা। এরপর তাদের পরিবারের সদস্যদের হাতে মরদেহ হস্তান্তর করেন পুলিশ সুপার আবিদা সুলতানা।
জেলা পুলিশের বিশেষ দুইটি অ্যাম্বুলেন্সে করে তাদের মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে।
আরও পড়ুন- হাতিবান্ধায় ট্রাকের ধাক্কায় ২ পুলিশ সদস্য নিহত
বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২১
এমএইচএম