ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশিকে পিটিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৫ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২১
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশিকে পিটিয়ে হত্যা

নোয়াখালী: দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের ব্রিক্সটনে আবদুল হক (৩০) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) স্থানীয় সময় সকালে এ হত্যার ঘটনা ঘটে।

নিহত আবদুল হক নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মিরওয়ারিশপুর গ্রামের চাপরাশি বাড়ির রফিক উল্যার ছেলে। তিনি এক সন্তানের জনক।

নিহতের পারিবারিক সূত্র জানায়, আবদুল হক গত ৮ বছর ধরে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের ব্রিক্সটনে ব্যবসা করে আসছিলেন। চার মাস আগে দেশের বাড়িতে এসে পুুুনরায় দক্ষিণ আফ্রিকায় ফিরে যান।

মঙ্গলবার সকালে একদল দুর্বৃত্ত তাকে পার্শ্ববর্তী স্কুলের বাউন্ডারির ভেতরে ডেকে নিয়ে পিটিয়ে এবং ইট দিয়ে মাথা থেঁতলে হত্যা করে। খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে নিয়ে গেছে ব্রিক্সটন পুলিশ।

অপরদিকে, বনিবনা না হওয়ায় মঙ্গলবার তার স্ত্রীকে তালাক দেওয়ার কথা ছিলো। এ জন্য বাড়িতে টাকাও পাঠিয়েছিলেন। তার স্ত্রীর অনেক আত্মীয়-স্বজন দক্ষিণ আফ্রিকায় থাকেন। তার সঙ্গে সোমালিয়ান এক নাগরিকের দোকানের বিল্ডিং নিয়ে বিরোধ ছিলো বলেও স্থানীয়রা জানিয়েছেন। তবে, কী কারণে তাকে হত্যা করা হয়েছে কিংবা কারা হত্যা করেছে তা কেউ জানাতে পারেনি।

এদিকে, নিহতের মৃত্যুর খবর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারে চলছে শোকের মাতম।

বাংলাদেশ সময়: ২০০৬ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২১
ওএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।