কক্সবাজার: কক্সবাজার সদর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে মা ও মেয়েকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
মঙ্গলবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের চরপাড়া রাবারড্যাম এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত দু’জন হলেন- ওই এলাকার আজিজুল হক বাবুর্চির স্ত্রী রাশেদা বেগম (৩২) ও তার মেয়ে জন্নাতুল ফেরদৌস (১৩)। সে উপজেলার জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ছিল।
স্থানীয় চরপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মহিউদ্দিন জানান, জমির নিয়ে বিরোধের জেরে একই এলাকার জাফর আলমের ছেলে আবুল কালামের (৩৫) সঙ্গে রাশেদা ও তার মেয়ের ঝগড়া হয়। এ সময় প্রতিপক্ষের লোকজন ধারালো দা দিয়ে রাশেদা ও তার মেয়েকে কোপালে ঘটনাস্থলেই রাশেদার মৃত্যু হয়। পরে স্থানীয়রা জান্নাতুলকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে চলাচলের রাস্তা বন্ধ করা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ হয়।
এ ঘটনার পরপরই কক্সবাজার সদর থানাধীন ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি মো. আবদুল হালিমসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়।
তিনি জানান, আবুল কালামকে আটক করতে পুরো এলাকায় অভিযান শুরু করেছে পুলিশ।
বাংলাদেশ সময়: ০৮২৮ ঘণ্টা, জানুয়ারি ২০ ,২০২১
এসবি/আরআইএস