চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার ওপর দিয়ে টানা শৈত্যপ্রবাহ বয়ে চলায় ভোগান্তিতে পড়েছেন এ অঞ্চলের নিম্ন আয়ের মানুষ। চলতি সপ্তাহ ধরে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে চলছে এ জেলার ওপর দিয়ে।
বুধবার (২০ জানুয়ারি) সকাল ৬টায় চুয়াডাঙ্গার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। গত কয়েকদিনের তুলনায় তাপমাত্রা কিছুটা বেড়েছে। তবে শীতের তীব্রতা সে তুলনায় কমেনি।
সকাল থেকেই চুয়াডাঙ্গায় মেঘাচ্ছন্ন আবহাওয়া বিরাজ করছে। এদিকে বেলা বাড়লেও সূর্যের দেখা মেলেনি। রোদ না থাকায় হিমেল বাতাসে বেড়েছে শীতের তীব্রতা। এ শীতে ভোগান্তিতে পড়েছে জেলার নিম্নআয়ের মানুষেরা। কাজের সন্ধানে বাড়ি থেকে বের হয়ে শহরের বিভিন্ন এলাকায় ভিড় জমাচ্ছেন তারা। তবে পাচ্ছেন না কাঙ্খিত কোনো কাজ। ফলে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনমান।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের পর্যবেক্ষক সামাদুল হক বাংলানিউজকে জানিয়েছেন, গত কয়েকদিনের তুলনায় তাপমাত্রা কিছুটা বেড়েছে। তবে রোদের প্রখরতা না থাকায় ও বাতাসের গতিবেগ বেশি থাকায় শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে।
বাংলাদেশ সময়: ১০৫১ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২১
আরআইএস